টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নব-নিযুক্ত প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান।
আজ বুধবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শাস্তি কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন।
পরে নব-নিযুক্ত প্রধান প্রকৌশলী গোপালগঞ্জ জোনের আওতাধীন উন্নয়নমূলক ও রক্ষণাবেক্ষণ কাজের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও পিরোজপুর-নাজিরপুর-পাটগাতী-ঘোনাপাড়া সড়ক উন্নয়ন প্রকল্পের প্রস্তুতি পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।