জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ
গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ শাখা ছাত্রলীগের এক নেতাকে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা নাঈম কাজী (২৪) মুকসুদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও উপজেলার প্রভাকরদী গ্রামের মোসারফ কাজীর ছেলে।
পুলিশ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) রাতে নাঈমকে গ্রেফতার করে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরন করেছে।
মামলার বিবরনে জানাযায়, ছাত্রলীগ নেতা নাঈম কাজী গত ২১ জানুয়ারী শুক্রবার ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষন করে।
তরুনীর পিতা ছাত্রলীগ নেতা নাঈমকে প্রধান আসামী করে ৪জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। উল্লেখ্য, বাদী ওই ছাত্রলীগ নেতার আপন শশুর ও ভিকটিম তারই শালিকা।
পরে পুলিশ বৃহস্পতিবার(১৭ ফেব্রুয়ারী) রাতে মুকসুদপুর উপজেলা সদর থেকে ছাত্রলীগ নেতা নাইম কাজীকে গ্রেফতার করে।
মুকসুদপুর থানার পরিদর্শক(তদন্ত) খোন্দকার আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায়ও একটি মামলা দায়ের হয়েছে (মামলা নং-০৭)। ছাত্রলীগ নেতা নাইমকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান। তরুনীকে মুকসুদপুর থানা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মেডিকেল টেষ্ট এবং জবানবন্দি নেয়ার জন্য গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা সংবাদ কর্মিদেরকে জানান,সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম কাজীর বিরুদ্ধে যদি ধর্ষণ এবং অপহরণের বিষয়টা প্রমানিত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে এবং দল থেকে তাকে বহিষ্কার করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.