রাকিব চৌধুরী, নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জেলা রোভারের উদ্যোগে শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা রোভারের সম্পাদক মোঃ মজনুর রশিদের নেতৃত্বে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
বিশেষ করে শহিদ মিনার প্রাঙ্গণ, জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও শেখ মনি স্টেডিয়াম প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা রোভার সম্পাদক মোঃ মজনুর রশিদ সহ গোপালগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের রোভারবৃন্দ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পরিদর্শন করে জেলা রোভারের সম্পাদক মো: মনজুর রশিদ বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ এবং ‘ক্লিন ও গ্রিন গোপালগঞ্জ’ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জের সর্বত্র পরিষ্কার, পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য শুধু রোভার স্কাউট নয়, সকলকে এগিয়ে আসতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.