স্টাফ রিপোর্টারঃ
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্র দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশসহ বিশ্বব্যাপী এ দিনটি পালিত হবে। আর তাই দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্র দিনব্যাপী অনুষ্ঠান প্রচার করবে।
বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্র থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এদিন সকাল ৮টা ১৫ মি. প্রচারিত হবে একুশের পটভূমি ও ঘটনাবলী নিয়ে বিশেষ গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান “গৌরবময় একুশ।”
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান- “একুশ আমার অহংকার।”প্রচারিত হবে সকাল ০৯ টা০৫ মিনিটে। সকাল ০৯ টা ৪০ মিনিটে প্রচারিত হবে “একুশের পংক্তিমালা” শিরোনামে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান। সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে বাংলাদেশ বেতার, গোপালগঞ্জের নাট্যশিল্পীদের অভিনয়ে মুনীর চৌধুরী রচিত নাটক “কবর”। “কণ্ঠে আমার বর্ণমালা”মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গানের গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান, প্রচারিত হবে - সকাল ১০ টা ৩৫ মিনিটে ।
দিনব্যাপী এ বিশেষ আয়োজন শোনা যাবে বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ এফ এম ৯২.০ মেগাহার্জে ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.