জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ
বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় গোপালগঞ্জে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে পৌর পার্কের কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদী।
দিবসের প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসন ও পরে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ পৌরসভা, যুবলীগ, ছাত্রলীগ, জেলা বিএনপি,সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনার চত্ত্বরে ভীড় জমায় শিশু, নারী, পুরুষসহ স্বর্বস্তরের মানুষ। এসময় ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার বেদী। সূর্যদয়ের সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে প্রভাত ফেরি বের করে।
জেলার অন্যান্য উপজেলা গুলোতেও নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.