জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ
গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প,টোল অফিস,উলপুর বাসষ্ট্যান্ড,ইসলামপাড়া এবং সংলগ্ন এলাকায় কোন সরকারি প্রাথমিক বিদ্যালয় নাই। একারনে প্রকৃত প্রাথমিক শিক্ষা হতে বঞ্চিত হচ্ছে এলাকার শিশুরা। বিশেষ করে আশ্রয়ন প্রকল্পের শিশুরা হচ্ছে বঞ্চিত। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা আলমগীর মোল্ল্যা,ইসলামপাড়া এলাকার,নজরুল চৌধুরী, ইসমত আরা বেগম,টোল অফিস এলাকার মো: দেলোয়ার হোসেন প্রমুখ বলেন ভেড়ারবাজার এলাকা থেকে কংশুর বাসষ্ট্যান্ড পর্যন্ত এলাকার বাসিন্দারা তাদের শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদানে দারুনভাবে ভুক্তভোগী হচ্ছেন ।
সরকারি বিদ্যালয়গুলি এই এলাকার মধ্যে দিয়ে নির্মিত গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক থেকে অনেক দুরে। কয়েকটি বিদ্যালয় রয়েছে এলাকার মধ্য দিয়ে প্রবাহিত এমবিআর চ্যানেলের পশ্চিম পাড় এলাকায়। সড়ক থেকে দুরে এবং নদীর অপর পাড়ে সরকারি বিদ্যালয় স্থাপিত হওয়ায় সাধারন মানুষের পক্ষে নিজ নিজ পরিবারের শিশুদের প্রকৃত প্রাথমিক শিক্ষা দিতে আগ্রহ হারিয়ে ফেলছে। অত্র এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের আবেদন এলাকাবাসী জমা দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর। আবেদন পত্র জমা দেয়ার তথ্য জানার পর উলপুরের টোল অফিস ও বাসষ্ট্যান্ড এলাকা ঘুরে মধ্যবর্তী আশ্রয়ন প্রকল্প এলাকায় গিয়ে দেখা গেছে সেখানে একটি ভাঙ্গাচোরা টিনের ঘরে মসজিদ ভিত্তিক শিক্ষা প্রকল্পের আওতায় শিক্ষা প্রদান করা হয় মর্মে একটি সাইনবোর্ড টানানো রয়েছে । এলাকার কয়েকজনকে ডেকে প্রাথমিক শিক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে আলাপ করার চেষ্টা করা হলে তাদের সচেতনতার অভাব টের পাওয়া যায়। তবে এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হলে শিশুরা প্রকৃত প্রাথমিক শিক্ষা পাবে বলে তারা জানান।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা বলেন,আবেদন পত্র জমা দিয়েছে এলাকাবাসী। আমরা এলাকায় গিয়েছি। বিষয়টি খতিয়ে দেখবো। প্রয়োজন হলে সরকারের এক হাজার বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় সেখানে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.