প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ১২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২২, ৯:০৯ অপরাহ্ণ
কোটালীপাড়ায় আনন্দ র্যালি ও আলোচনা সভা

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্কাউটের জনক রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ স্কাউট কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় একই স্থানে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ স্কাউট কোটালীপাড়া উপজেলা শাখার সম্পাদক হাবিবুর রহমান মুকুল, হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জসিম উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহেল রানা, বাংলাদেশ স্কাউট কোটালীপাড়া উপজেলা শাখার কমিশনার ইব্রাহিম শিকদার, কাপ লিডার জসিম উদ্দিন, শিক্ষক বদিউজ্জামান বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.