Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবি রেজিস্ট্রারকে লিগ্যাল নোটিশ

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২২, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

মেজবা রহমান;স্টাফ রিপোর্টারঃ

 

কাউন্সিল এ্যাক্টের বিধি বিধান উপেক্ষা করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অর্থ ও হিসাব দপ্তরের লোন শাখায় কর্মরত কর্মকর্তা সাজিদুর রহমান আইনজীবী হিসাবে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যপদ লাভ করেছেন মর্মে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশের জেরে বশেমুরবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

 

 

বুধবার (২ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য ও গোপালগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী তানভীর আহমেদ এ লিগ্যাল নোটিশ পাঠান।

 

 

নোটিশপ্রাপ্তির সাত দিনের মধ্যে বশেমুরবিপ্রবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছ থেকে সাজিদুর রহমানের সনদ স্থগিত করাসহ লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

 

 

নোটিশে আইনজীবী তানভীর আহমেদ উল্লেখ করেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের লোন শাখায় কর্মরত কর্মকর্তা সাজিদুর রহমান আইনজীবী হিসাবে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যপদ লাভ করেছেন মর্মে অভিনন্দন জ্ঞাপন করে এবং সাজিদুরকে আইনজীবী হিসাবে সম্বোধন করে গত ১৭ জানুয়ারি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যা কাউন্সিল এ্যাক্টের বিধি বিধানের পরিপন্থী।”

 

 

নোটিশে আরও বলা হয়, “কাউন্সিল এ্যাক্টের বিধি বিধান অনুযায়ী একজন আইনজীবী অন্যকোন পেশা, ব্যবসা বা বেতনভূক্ত কর্মকর্তা বা কর্মচারী এডভোকেট সনদ পাওয়ার যোগ্য নয়৷ তাই বিশ্ববিদ্যালয়ের প্যাডে স্মারক বিজ্ঞপ্তি আকারে অভিনন্দন জ্ঞাপন করে বার কাউন্সিল এ্যাক্টের পরিপন্থী কাজ করেছেন। নোটিশপ্রাপ্তির সাত দিনের মধ্যে বশেমুরবিপ্রবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছ থেকে সাজিদুর রহমানের সনদ স্থগিত করাসহ লিখিত জবাব দিবেন। অন্যথায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

 

 

লিগ্যাল নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন নবধারা কে জানান, “আমি লিগ্যাল নোটিশটি পেয়েছি ৷ এখনও জবাব পাঠাইনি তবে অতি দ্রুত জবাব পাঠানোর চেস্টা করবো ৷”

 

 

এব্যাপারে আইনজীবী তানভীর আহমেদের কাছে জানতে চাইলে তিনি জানান, “আমি লিগ্যাল নোটিশটি দিয়েছি৷ আশাকরি খুব শীঘ্রই এর লিখিত জবাব পাবো৷”

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।