কোটালীপাড়া প্রতিনিধিঃ
মাঘ মাসের কম্বল ফাল্গুন মাসে বিতরণ করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী।
আজ শুক্রবার তিনি তার নিজ বাড়িতে বসে ২শত দরিদ্র মানুষদের মাঝে ব্যক্তিগত পক্ষ থেকে এ কম্বল বিতরণ করেন।
এ সময় ইউপি সদস্য মহানন্দ রায়, দুলাল রায়, অনীল চন্দ্র বাড়ৈ, রুনা বেগম, সুনীতি বিশ্বাস, মাহামুদা বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরপর ভীম চন্দ্র বাগচী কম্বল বিতরণের ছবি ও ভিডিও তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। এরপরই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
প্রতুল মল্লিক নামে এক ব্যক্তি কমেন্টস করে বলেন, এ সময়ে কম্বল বিতরণ না করে ফ্যান বিতরণ করলে ভালো হতো।
এমডি নান্টু মুন্সী বলেন, আর কিছু দিন পরে দিলে বৃষ্টি ঠেকানো যেত।
রানা মোল্লা বলেন, শীত শেষে কম্বল বিতরণ, এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।
অপরদিকে নাম প্রকাশ না করা শর্তে কম্বলপ্রাপ্ত এক বিধবা নারী বলেন, এ বছর শীতে অনেক কষ্ট পাইছি। কম্বলটি ১মাস আগে দিলে ভালো হইতো।
এ বিষয়ে জানার জন্য রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচীর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে ১নং ওয়ার্ডের সদস্য অনীল চন্দ্র বাড়ৈ বলেন, ঢাকা থেকে কম্বলগুলো আনতে চেয়ারম্যানের দেরী হয়েছে। তাই তিনি এ সময়ে বিতরণ করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।