প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ৫:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২২, ৫:১৯ অপরাহ্ণ
নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার নড়াইল / জেলা প্রতিনিধি নড়াইলঃ
নড়াইলে মাদক মামলায় মাসুদ শেখ নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন আদালত। দন্ডপ্রাপ্ত আসামি মাসুদ শেখ সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের ফেদী গ্রাামের বাসিন্দা। রবিবার (২৭ ফ্রেরুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন।
মামলার বিবরণ সুত্রে জানা যায়, ২০১৭ সালের ফ্রেরুয়ারি মাসের ৩ তারিখে নড়াইল গোয়েন্দা পুলিশের এসআই নয়ন পাটোয়ারীর নেতৃত্বে একটি দল সদরের চন্ডীবরপুর ইউনিয়নের ফেদী বাজারে মাদকদ্রব্য উদ্ধার পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফেদী এলাকার বুলু শেখের বাড়িতে ফেনসিডিল কেনা-বেচা হচ্ছে এ খরর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ নিয়ে পালানোর সময় আসামি মাসুদ শেখকে আটক করে। পরে সাক্ষীদের উপস্থিতিতে আসামির কাছে থাকা ব্যাগ থেকে ৭৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। উপযুক্ত সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক আসামির উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.