Nabadhara
ঢাকারবিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবির আলোচিত গণধর্ষনের ৬ ধর্ষকের প্রতিকি গণফাঁসির রায় কার্যকর

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জেলা  প্রতিনিধি,গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের বশেমুরবিপ্রবির আলোচিত গণধর্ষনের অভিযোগে গ্রেফতারকৃত ৬ ধর্ষকের প্রতীকি গণ ফাঁসির রায় কার্যকর করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ প্রতীকি গণ ফাঁসী কার্যকর করা হয়।

এরআগে, প্রতীকি ফাঁসির মঞ্চ তৈরী। ফাঁসির জন্য দ‌ড়ি আনা। এরপর ৬ প্রতীকি ধর্ষককে ফাঁসির মঞ্চে তোলা হয়। প্রত্যেকের মাথা কালো কাপড় দিয়ে বেঁধে দেয়া হয়। পরে এক দ‌ড়িতে ৬ ধর্ষকের প্রতিকি ফাঁসি কার‌্যকর হয়।

ফাঁসির রায় কার‌্যকর করতে জল্লাদের দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়ের ত্রিপলি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র হাসান হৃদয়। আর বিচারক হিসেবে ৬ ধর্ষকের ফাঁসির রায় ঘোষণা করেন বিজিই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শেখ ফাহিম।

পরে আন্দোলনরত শিক্ষার্থীর ফাঁসির দ‌ড়ি নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এ সময় বিপুল সংখ্যক আন্দোলনরত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গ, গত ২৩ ফেব্রুয়ারী রাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ৬ ধর্ষককে গ্রেফতার করে র‌্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।