Nabadhara
ঢাকারবিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবিতে সব ক্লাস পরীক্ষা স্থগিত

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

মেজবা রহমান;স্টাফ রিপোর্টারঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস-পরিক্ষা স্থগিত রাখা হয়েছে। আজ রবিবার (২৭ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিং এ এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে একাডেমি কাউন্সিলের মিটং-এ বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরিক্ষা স্থগিত রাখা হয়েছে। এছাড়াও, যদি কোনো বিভাগ পরিক্ষা নিতে চাই, সেক্ষেত্রে পরিস্থিতি সাপেক্ষে আগামী রবিবার (৬ মার্চ) থেকে পরিক্ষা কার্যক্রম শুরু করতে পারবে।

এছাড়াও বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহাবুব শনিবার (২৬ ফেব্রুয়ারী) জানান, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও সকল পরীক্ষা বন্ধ থাকবে।’

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহাবুব আরও জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রীদের সরাসরি ভিডিও কনফারেন্সে আয়োজনের চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকায় বন্ধুর সঙ্গে মেসে ফেরার পথে বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এই ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় স্থানীয়রা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থীসহ আহত হর অর্ধশতাধিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।