জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ
বেকার হওার আশংকায় দিন কাটাচ্ছেন গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের দুই পাশে অবস্থিত শত শত দোকান ব্যবসায়ীরা ।ইতমধ্যে এই সড়কটি চার লেন বিশিষ্ট করে নির্মান করার উদ্যোগ নেয়া হয়েছে। কার্যাদেশ দেয়ার পর পর কর্তৃপক্ষ সড়কের উভয় পাশে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান,দোকানঘর বা সকল স্থাপনা সরিয়ে নেয়ার সময় বেধে দিয়েছে এক সপ্তাহ।
এ সংক্রান্তে মাইকিং করে প্রচারনাও চালিয়েছে সংশ্লিষ্ট সড়ক বিভাগ। নির্ধারিত সময় প্রায় শেষ পর্যায়ে। তাই আতংক বাড়ছে সড়ক পাশে চালু থাকা ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের। বিগত সময়ে করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর কারনে ব্যবসা গেছে মন্দা।এখন তাদের এ সড়ক হতে উচ্ছেদ করা হলে ছেলে মেযে পরিবার নিয়ে তাদের পথে নামতে হবে অথবা ব্যবসা প্রতিষ্ঠানগুলি ভেঙ্গে ফেললে ব্যবসায়ীরা পরিবারপরিজন নিয়ে বিপাকে পড়ে যাবেন।
এ ব্যাপারে আলাপ করা হলে উলপুর,বৌলতলী,সাতপাড় এলাকার সড়ক পাশের ব্যবসায়ীরা অভিন্ন দাবী করেন।
উলপুর বাজারের চায়ের দোকানদার মিলন উকিল বলেন, সড়কটি যেভাবে আছে সেভাবে যদি প্রশস্থ করে নির্মান করে তাতে আমাদের কোন সমস্যা হয় না। কিন্তু কিছু কিছু এলাকায় সড়ক সোজাকরন করার কথা বলে আমাদের উচ্ছেদ করতে চাইছে কর্তৃপক্ষ। আমাদের বিষয়টি বিবেচনা করবার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি।
সড়ক নির্মান নিয়ে আলাপ করা হলে গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জাহিদ হোসেন বলেন, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হোক তা আমরা চাইনা। তবে সড়কটি নির্মান করা জরুরী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.