নবধারা ডেস্কঃ
করোনার কারনে প্রায় ২ বছর পর পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের। আজ সোসাল মিডিয়াতে যা প্রকাশ করা হয়েছে। প্রায় দু বছর আগে উপজেলা হেলিপ্যাড বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে শেখ আবুল বশার খায়ের ও সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখের নাম ঘোষণা করেন।করোনা সক্রামন বৃদ্ধি পাওয়ায় প্রায় দুই পর আজ সোমবার এ ঘোষণা আসে। জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী ও সাধারন সম্পাদক মাহাবুব আলী খানের স্বাক্ষরিত চিঠিতে তাদের লিখিত অনুমোদন রয়েছে। এদিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে বলে আজ সন্ধ্যায় মুঠোফোনে নবধারাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ কমিটিতে স্থান পেয়েছেন যারা
১। সভাপতিঃ শেখ আবুল বশার খায়ের
২। সহ সভাপতিঃ (ক) মোঃ ইলিয়াস সরদার
৩। সহ সভাপতি (খ) মোঃ সোলায়মান বিশ্বাস
৪। সহ সভাপতি (গ) মুন্সী এমদাদুল হক
৫। সহ সভাপতি (ঘ) শেখ শুকুর আহমেদ
৬।সহ সভাপতি (ঙ) বীর মুক্তিযোদ্ধা শেখ আলী আহমেদ
৭। সহ সভাপতি (চ) শৈলেন্দ্ৰনাথ বাইন,
৮। সহ সভাপতি (ছ) গাজী গোলাম মোস্তফা,
৯। সহ সভাপতি ( জ) শেখ তোজাম্মেল হক টুটুল
১০। সহ সভাপতি (ঝ) বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গির হোসেন
১১। সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ
১২। যুগ্ন সাধারণ সম্পাদক (ক) শেখ জিয়াউল বশির টুটুল
১৩। যুগ্ন সাধারণ সম্পাদক (খ) মোঃ এমদাদুল হক বিশ্বাস
১৪। যুগ্ন সাধারণ সম্পাদক (গ)বাবু শৈলেন্দ্ৰনাথ মন্ডল
১৫। আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মাহমুদ হাসান
১৬।কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক গাউসুল আজম সিকদার,
১৭।তথ্য ও গবেষনা সম্পাদক মোহাম্মাদ খালিদ সিকদার
১৮।ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক কিরন চন্দ্র হিরা
১৯।দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক
২০। ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন,
২১। প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী আশিকুর রহমান বশার
২২। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ রুমি
২৩। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রমজান আলী মোল্যা
২৪।মহিলা বিষয়ক সম্পাদক দীপ্তি রানী ঘরামি,
২৫।মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ দেলোয়ার হোসেন দুলাল
২৬।যুব ও ক্রিড়া সম্পাদক মোঃ রেজাউল করিম
২৭।শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সরদার
২৮।শ্রম সম্পাদক মোঃ এমদাদুল হক দুলু
২৯।সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান মোল্যা
৩০।স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অভিজিৎ সাহা
৩১।সাংগঠনিক সম্পাদক (ক) গাজী মাছুদুল হক
৩২।সাংগঠনিক সম্পাদক (খ) আঃ ছামাদ বিশ্বাস
৩৩।সাংগঠনিক সম্পাদক (গ) বিএম তৌফিক ইসলাম
৩৪। সহ সপ্তর সম্পাদক কে.এম সাজেদুর রহমান মন্টু ,
৩৫।সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাজমুল হোসেন ও
৩৬।কোষাধ্যক্ষ খালিদ হোসেন জমাদ্দার।