Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষনের প্রতিবাদে বশেমুরবিপ্রবি’তে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

MEHADI HASAN
মার্চ ১, ২০২২ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মেজবা রহমান;স্টাফ রিপোর্টারঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ধর্ষণ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এক ব্যাতিক্রমী কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ”দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ স্লোগানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে রক্ত দিয়েছেন মার্কেটিং বিভাগের এমবিএ শিক্ষার্থী সৈয়দ আকিব (AB+), এসিসিই বিভাগের মাস্টার্স শিক্ষার্থী মাহাদি (B+) এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনন্যা রহমান (A+)। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, গোপালগঞ্জের মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করলেও আমরা আমাদের নৈতিকতা রেখে যাবো। রক্তদানের মতো মহৎ কাজ আমরা চালিয়ে যাবো।

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা থেকে এক ব্যক্তি রক্ত নিতে আসেন। রক্তদানের এমন উদ্যোগকে তিনি প্রশংসা করে বলেন, এ ধরনের কাজ চলমান থাকুক।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকায় বন্ধুর সাথে মেসে যাওয়ার সময় ৭/৮ জন ধর্ষক নিকটবর্তী নির্মাণাধীন জেলা প্রশাসক স্কুলে নিয়ে ধর্ষণ করে বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থীকে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও র্যাব ১০ জনকে গ্রেফতার করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।