জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ
গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে চাচা-ভাতিজার হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ বুধবার সন্ধ্যায় সদর উপজেলার জয়নগর গ্রামের মধুমতি নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় অহিদ শেখ (৩৫) ও তার চাচা হাসমত আলী শেখ (৬০) কে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। তাদের অবস্থা সংকটজনক।
আহত অহিদ শেখের চাচাতো ভাই মহিউদ্দিন শেখ জানান, সন্ধ্যার পর জয়নগর গ্রামের টুকু শেখের ছেলে অহিদ শেখ (৩৫) ও তার চাচা আব্দুল মালেক শেখের ছেলে হাসমত আলী শেখ (৬০) একই গ্রামের সোহাগ ইট ভাটার কাছে পৌছালে তাদের উপর প্রতিপক্ষের লোকজন আক্রমন চালায়।লিটু শেখ ও ওলিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ ওলিয়ার শিকদার গ্রুপের একদল লোক তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে।ফলে অহিদ শেখের দুই হাত ও দুই পায়ের রগ কেটে যায় ও মাথায় কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় চাচা হাসমত আলী শেখের এক পায়ের রগ কেটে দেয় প্রতিপক্ষের লোকেরা। এঘটনার খবর এলাকায় পৌছালে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাব্বির রহমান নবধারা কে জানান, লিটু শেখ ও ওলিয়ার শিকদারের দু'গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্বের জেরে এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে আমরা তদন্তে নেমেছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.