কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সেকেন মোল্লা নামে ৭০ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সেকেন মোল্লাকে তার বাড়ি থেকে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
সেকেন মোল্লা উপজেলার ফেরধরা গ্রামের মৃত কালু মোল্লার ছেলে।
ধর্ষণ চেষ্টার শিকার ওই স্কুল ছাত্রীর পিতার অভিযোগের ভিত্তিতে সেকেন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার এসআই মোঃ রাজ্জাক হোসেন খান।
তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারী ধর্ষণ চেষ্টার শিকার ওই স্কুল ছাত্রী বাড়ির পাশের খাল পাড়ে শাক তুলতে গেলে সেখানে সেকেন মোল্লা তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সেকেন মোল্লা পালিয়ে যায়। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার (৩মার্চ) ওই স্কুল ছাত্রীর পিতা কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করলে সেকেন মোল্লাকে গ্রেফতার করা হয়।
ওই স্কুল ছাত্রীর পিতা বলেন, আমি বাড়িতে না থাকার কারণে অভিযোগ দায়ের করতে দেরী হয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।
এদিকে সেকেন মোল্লা নবধারা কে বলেন, আমাকে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।