জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ
জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রনয়নে বিভাগীয় পর্যায়ে ঢাকা বিভাগের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার এ সভার আয়োজন করা হয়। পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক মোঃ মিজানুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব অমল কৃষ্ণ মন্ডল, পরিবেশ অধিদপ্তরের যুগ্ম সচিব সৈয়দা মাসুমা খানম উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দিপক চন্দ্র তালুকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.অরবিন্দু কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রহমান, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সৈয়দ মিরাজুল ইসলাম প্রমূখ।
জলবায়ু পরিবর্তনের কারনে উজানের পানি প্রবাহ কমে যাওয়া, সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গোপালগঞ্জের লোকালয়ের খাল বিল বা জলাশয়ে লবন পানি ঢুকে জীব বৈচিত্র ধ্বংস ও কৃষিতে ব্যাপক ক্ষতির কথা আলোচনা করা হয়। সেই সাথে প্রতিকার কি হওয়া উচিত সেসব বিষয়ে পরামর্শ দেয়া হয়।
সভায় সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.