Nabadhara
ঢাকারবিবার , ৬ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে গোপালগঞ্জের সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরণ

MEHADI HASAN
মার্চ ৬, ২০২২ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর প্রতিনিধিঃ

মুকসুদপুরে গোপালগঞ্জের সাংবাদিকদের মাঝে বাংলাদেশ “সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট” থেকে অনুদান ও করোনাকালীন মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (৬ মার্চ) বিকালে মুকসুদপুর উপজেলা পরিষদ হলরুমে এই চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি। এসময় তিনি সাংবাদিক কল্যান ট্রাস্ট থেকে প্রাপ্ত গোপালগঞ্জ জেলায় কর্মরত ৫০ জনকে ১০ হাজার টাকা করে ৫ লাখ এবং একজনকে ১ লাখ টাকার সর্বমোট ৬ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কমিটির সদস্য ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌর এ্যাড. আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চলনা করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসস) এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হায়দার হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।