হুসাইন আহমদ কবির, মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের নারায়নপুর কানার বাজার ও ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশরদী ইউনিয়নের পৈলানপুটি অংশে কুমার নদীর উপর সেতুর আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান ।
রবিবার (০৬ মার্চ) দুপুরে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ সেতুর ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন। মোট ৭ কোটি ৯৬ লক্ষ্য টাকা ব্যায়ে ৯০ মিঃ দৈর্ঘ্য আয়তনের সেতুটি নির্মাণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলি এহ সানুল হক, উপজেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাইনুদ্দিন মোল্যা, নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান কামরুজ্জামান শাহেব ফকির, মহারাাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সভাপতি শেখ মার্জান হোসেন সেলিম প্রমুখ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুকসুদপুর পৌর মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া, উপজেলা প্রকৌশলি সজল কুমার দত্ত, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আশ্রাফ আলী আশু মিয়া, শাহ আকরাম হোসেন জাফর ফকির, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, যুগ্ম সম্পাদক এম এম মহিউদ্দিন আহম্মেদ মুক্তু, সাইদুর রহমান টুটুল, সিরাজুল ইসলাম মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় নেতৃবৃন্দ। মুহারাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্সী শাহদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, মহারাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুন্সী ফারুক আহম্মেদ।