জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিডিআর সদস্য হিরু মিয়া হত্যাকান্ডের ১৬ বছর পর চার আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিজ্ঞ আদালত। এছাড়া এ মামলার অপর ১৪ আসামীকে খালাস দেয়া হয়েছে।
আজ সোমবার (০৭ ফেব্রুয়ারী) দুপুরে গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, আবু সাম ওরফে সামচুল হক, রওশন শেখ, লিয়াকত শেখ ও রাজা ফকির। রায় প্রদানের সময় সাজাপ্রাপ্ত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
খালাস পাওয়া আসামীরা হলেন, চুন্নু ফকির (পলাতক), গিয়াস উদ্দিন (পলাতক), ছিদ্দিক শেখ (পলাতক), ফিরোজ শেখ (পলাতক), সেলিম (পলাতক), হাফিজুর রহমান, হবি শেখ, সাহা আলম ফকির, নিজাম ফকির, গোলাম রসুল, বাদশা মিয়া, সায়েদ আলী শেখ, মাহমুদ ফকির ও সালাউদ্দিন শেখ।
মামলার বিবরনে জানাগেছে, কাশিয়ানী উপজেলার কোড়ামারী গ্রামের বিডিআর সদস্য হিরুর মিয়ার সাথে আসামীদের জমিজমা ও গ্রাম্য দলাদলি নিয়ে বিরোধ ছিল।
হিরু মিয়া ছুটিতে বাড়ী আসালে গত ২০০৫ সালের ২৫ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টার দিকে মসজিদ থেকে বাড়ী আসার পথে কোড়ামারী প্রাইমারী স্কুলের সামনে কুপিয়ে মারাত্মক আহত করে আসামীরা। পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হিরু মিয়াকে মৃত ঘোষনা করেন।
পরদিন ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারী নিহতের স্ত্রী জোনাকী বেগম বাদী হয়ে ১৮ জনকে আসামী করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে দীর্ঘ শুনানী শেষে চার আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ৫০হাজার টাকা করে জরিমানা এবং অপর ১৪ আসামীকে খালাস দেয় আদালত।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট মো: শহিদুজ্জামান খান ও আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট ফজলুল হক খান ও এ্যাডভোকেট মো: মিজানুর রহমান খান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.