Nabadhara
ঢাকাসোমবার , ৭ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ার সালামাবাদ ইউপিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

MEHADI HASAN
মার্চ ৭, ২০২২ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে কালিয়া উপজেলা ৫ নং সালামাবাদ ইউপিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। সোমবার (৭ মার্চ) সারা দেশের ন্যায় সকাল ১০ টায় উপজেলার সালামাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ দিবসটি পালন করা হয়।

ইউপি সদস্য তোরাব মোল্যার সঞ্চালনায় ও চেয়ারম্যান মোল্যা মাহাবুবুর রহমান মাহির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহীম শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আঃ মান্নান শরীফ, মোঃ শাহাদৎ হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জামান হোসেন জন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতা কর্মী, ইউপি সদস্যবৃদ্ধ, গণ্যমান্যব্যক্তিবর্গ সাংবাদিকসহ সকল শ্রেনী পেশার নারী ও পুরুষ। বক্তারা এ সময় ৭ ই মার্চের এই দিনে বাঙ্গালির মুক্তির দূত জাতীর পিতা বঙ্গবন্ধুকে স্মরন করে বিনম্র শ্রদ্ধায় ঐতিহাসিক ভাষনের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বক্তব্যে বলেন, ৫১ বছর আগে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ১০ লক্ষাধিক লোকের সামনে বঙ্গবন্ধু তাঁর জীবনের শ্রেষ্ঠ ভাষণটি দিয়েছিলেন। পাকিস্তানি দস্যুদের কামান-বন্দুক-মেশিনগানের হুমকির মুখে বঙ্গবন্ধু শেখ মুজিব ওই দিন বজ্রকণ্ঠে ঘোষণা করেন- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। এ অনুপ্রেরনা বক্ষে ধারণ করে বীর বাঙ্গালি অস্ত্র ধরে বাংলাদেশ স্বাধীন করেছে। আজ আমরা একটি স্বাধীন ও সার্বোভৌম বাংলাদেশের গর্বিত নাগরিক।

এছাড়া বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে বঙ্গবন্ধু কন্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঘুষ ও দুর্ণীতিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন চেয়ারম্যান মোল্যা মাহাবুবুর রহমান মাহি ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।