নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ কভার্ড ভ্যান প্রাইম মুভার মালিক এসোসিয়েশন।
আজ শনিবার দুপুরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় সংগঠনের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, সহ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কবির সহ ৬৪ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।