শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইলে ইজিবাইক চালকদের সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভার মূল লক্ষ্য ছিল শহরে চলাচলকারি ইজিবাইকের বিদ্ধমান বিশৃঙ্খলা নিরসন ও ইজিবাইক চুরি ছিনতাই রোধে সড়কে চলাচলে চালকদের সচেতনতা বাড়ানো । সদর থানার উদ্যোগে ৮ মার্চ মঙ্গলবার বিকেলে রুপগঞ্জ সুলতান মঞ্চ প্রাঙ্গনে এ মতবিনিয়মের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবিরসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাও ইজিবাইক চালকগন অংশ নেন। এ সময় বক্তারা, ইজিবাইক চুরি ছিনতাই রোধে লোভের বশে যাত্রিদের দেয়া কোন খাদ্য সামগ্রি গ্রহন না করাসহ যাত্রি পরিবহনে অধিক সাবধানতা অবলম্বেনের আহবান জানান ছাড়াও জানজট মুক্ত শহর গড়তে ইজিবাইক চালকদের যত্রযত্র পার্কিং, যাত্রি উঠানো নামানো বন্ধে আন্তরিক হতে নির্দেশনা দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.