জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ
গোপালগঞ্জ জেলা শহরের অন্যতম প্রধান প্রাথমিক বিদ্যাপিঠ এস. এম. মডেল সরকারী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো বসন্ত ও পিঠা উৎসব। আজ বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছোট ছোট শিশুদের নৃত্য-গান পরিবেশনায় অনুষ্ঠানে আগত অতিথিদের মুগ্ধ করে।আর আয়োজন করা হয় চিতই, ভাপা, পাটি সাপটাসহ নানা ধরনের পিঠার সমাহার।বিদ্যালয়ের শিক্ষার্থীরা এধরনের অনুষ্ঠানে থাকতে পেরে বেশ খুশি।
এরআগে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ রফিকুল ইসলাম মিটু।
এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) মোসাঃ নাজমুন্নাহার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া খানম বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.