মেজবা রহমান;স্টাফ রিপোর্টারঃ
সারা দেশের মতো গোপালগঞ্জেও ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে । নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের লোকজন । সরবরাহ কম থাকার অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা সয়াবিন তেল ও নিত্যপণ্যের দাম বাড়িয়েই চলছেন ।
খোজ নিয়ে জানা গেছে, বিক্রেতারা নিজেদের ইচ্ছেমতো সয়াবিন তেলে বেশি দাম রাখছেন বলে অভিযোগ ক্রেতাদের । এদিকে বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১০ থেকে ১২ টাকা বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা । তাঁরা বাজারে তেলের সংকটসহ বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে ইচ্ছেমাফিক টাকা আদায় করছেন । এছাড়াও বোতলজাত তেল অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ মিলছে। অতিরিক্ত লাভের আশায় বিক্রেতারা সয়াবিন তেল মজুদ করে রেখেছে ।
সরজমিন ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৬৮ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৮০ টাকায় ।এদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার নির্ধারিত মূল্য ১৪৩ টাকা হলেও বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬২ টাকায় । প্রতি লিটার পাম তেলের মূল্য ১৩৩ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায় । রমজান মাসকে সামনে রেখে ভোজ্য তেলের সাথে বাজারে দাম বেড়েছে চাল , আটা , ডালসহ নিত্যপ্রয়োজনীয় সব খাদ্যপণ্যের দাম বাড়তে থাকায় আয়ের সঙ্গে ব্যয়ের বিস্তার ব্যবধান সৃষ্টি হচ্ছে । এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে ।
বাজার সঠিক তদারকি করে প্রশাসন ও ভোক্তা অধিকার অসাধু ব্যবসায়ীদের প্রতি ব্যবস্থা গ্রহন করবে এমনটাই প্রত্যাশা করছে গোপালগঞ্জের সাধারন মানুষ ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.