রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ
রামপালে মৎস্যঘের ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন হতদরিদ্র ঘের মালিক বজলুল রহমান পলাশ। ভুক্তভোগী ঘের মালিক খুলনা সিটি করপোরেশনের মেয়র, রামপাল থানায় অভিযোগ করেছেন পলাশ।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলা সদরের বাসিন্দা পলাশ জমির মালিকদের নিকট থেকে হারি দিয়ে বাঁশেরহুলা মৌজার এসএ ১৪১, যাঁর খতিয়ান নম্বর ১৫১, ১৫২,। জমির পরিমাণ মোট ৭ একর। প্রতিপক্ষ বাবলু হাওলাদার, রহমান মোল্লা, হোসেন সরদার ইদু, হেকাতুল শেখ ও অহেদ শেখসহ অজ্ঞাত ৫/৭ জন মিলে গত ০৩/০৩/২০২২ তারিখ রাতে ঘেরের বাসা ভেঙ্গে অনুমান ৫০ হাজার টাকার মালামাল লুটে নেয়।
অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ বাবলু হাওলাদার, রহমান মোল্লা, হোসেন সরদার, হেকাতুল শেখের কাছে জানতে চাইলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন অভিযোগ সত্য নয়। পলাশ আমাদের হয়রানি করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.