জেলা প্রতিনিধি ,গোপালগঞ্জঃ
সদর উপজেলার উলপুর বাসষ্ট্যান্ড এলাকার মধ্য দিয়ে প্রবাহিত খালের সুইচগেটটি দীর্ঘ দিন যাবৎ অকেজো হয়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষ তা অপসারন করছে না। খালটিতে পানি প্রবাহ সচল না থাকায় সুইচগেটটি একেবারেই অকার্যকর। এলাকার কয়েকজনের সাথে আলাপ করে জানা গেছে এক সময় উলপুর খালে পানি প্রবাহ থাকতো সব সময়। এলাকার মানুষ সেচ কাজসহ নিত্যদিনের কাজে খালের পানি ব্যবহার করতে পারতো। কিন্তু খালটি শুকিয়ে যাওয়ায় সুইচগেটটিও অকেজো হয়ে পড়ে।
গোপালগঞ্জ-টেরেহাট সড়ক নতুন করে নির্মানজনিত কারনে ওই সুইচগেটটি অপসারন করে নতুন ব্রীজ বা কালভার্ট নির্মান করা জরুরী হলেও কর্তৃপক্ষ সেটি অপসারন করার উদ্যোগ এখনও নেয় নাই। উপরন্তু কর্তৃপক্ষ ওই সুইচগেটটির পাশ দিয়ে একটি নতুন কালভার্ট তৈরীর পরিকল্পনা করেছে যাতে সরকারের উল্লেখযোগ্য পরিমান অর্থ অপচয় হবে।
সরেজমিন গিয়ে দেখা গেছে সুইচগেটের গুরুত্বপূর্ণ অংশ একেবারে নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে বার বার মোবাইল ফোনে যোগাযোগ করেও গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: ফয়জুর রহমানের সাথে আলাপ করা সম্ভব হয় নাই।
তবে সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার বেগম বলেছেন কর্তৃপক্ষের সাথে আলাপ করে সমস্যা সমাধানের চেষ্টা তিনি করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.