শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
করোনার অসুস্থতা কাটিয়ে চিতলমারীর মা’মাটি মানুষের প্রিয় নেতা জাতীর জনক বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ হেলাল উদ্দীন চিতলমারীতে আসছেন আগামী শনিবার (১৯ মার্চ ) সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সেজেছে চিতলমারী। শেখ হেলাল উদ্দীন ও তার সহধর্মিনী রোপা চৌধরীর আগমন উপলক্ষ্যে চিতলমারী উপজেলা আ’লীগ ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন।
উপজেলা পরিষদ চত্বরসহ গোটা এলাকাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। আসেপাশের রাস্তা গুলোতে বসানো হয়েছে তোরণ, পথে পথে শোভা পাচ্ছে ব্যানার- ফেস্টুন। চিতলমারী সৃস্টি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ। নেতা কর্মীদের ছোখে মুখে বইছে আনন্দের উচ্ছাস।
চিতলমারী উপজেলা আওয়ামীলীগের সাধারনসম্পাদক পীযূষ কান্তি রায় নবধারা কে জানান ,করোনার অসুস্থতা কাটিয়ে আগামী শনিবার আমাদের জননন্দিত নেতা শেখ হেলাল উদ্দীন চিতলমারী আসছেন । নেতার আগমন উপলক্ষ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তার আগমন উপলক্ষে আমারা সকল প্রস্তুতি গ্রহন করেছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.