প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ১২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২২, ৮:১০ অপরাহ্ণ
কোটালীপাড়ায় কবি সুকান্তের পৈতৃক ভিটা ঘুরে গেলেন শিক্ষামন্ত্রী দিপু মনি

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটা ঘুরে গেলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
আজ শনিবার দুপুরে ডা. দিপু মনি উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবি সুকান্তের পৈতৃক ভিটা ঘুরে দেখেন। এখানে তিনি কবি সুকান্ত লাইব্রেরী ও মুজিব কর্ণারে কিছু সময় কাটান।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদসহ শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধতন কর্তকর্তারা তঁার সাথে ছিলেন।
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটায় এসে পৌছালে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে ডা. দিপু মনি ঢাকা থেকে বিমানে বরিশাল এসে পৌছান। বরিশাল থেকে টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে কবি সুকান্তের পৈতৃক ভিটা ঘুরে দেখেন।
টুঙ্গিপাড়ায় পৌছে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি তাঁর ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন,‘বরিশাল থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে কিছুক্ষণের জন্য দঁাড়ালাম কবি সুকান্তের পৈতৃক ভিটায়। মূল ভিটির কোন চিহ্ন নেই, শুধু সে জমির উপর নির্মিত হয়েছে একটি পাঠাগার। সামনে আছে কবির একটি ভাস্কর্য। পাঠাগারের ভেতরে কবির বাড়ি থেকে সংগৃহীত কিছু দ্রব্য দেখার জন্য সাজিয়ে রাখা হয়েছে। জানতে পারলাম সঙ্গীত জগতের নক্ষত্র তারাপদ চক্রবর্তীর বাড়িটিও আর নেই। সে জায়গায় এখন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়’।
উল্লেখ্য: ১৯২৬ সালের ১৫ আগষ্ট কবি সুকান্ত ভট্রাচার্য কলিকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়ীতে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম নিবারন ভট্রাচার্য। মাতা সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মৃত্যু বরণ করেন। ছাড়পত্র, ঘুম নেই, পূবার্ভাস, অভিযান, হরতাল- তার উল্লেখ যোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.