Nabadhara
ঢাকারবিবার , ২০ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আজ রবিবার থেকে গোপালগঞ্জে টিসিবি পন্য বিক্রি শুরু হয়েছে

MEHADI HASAN
মার্চ ২০, ২০২২ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ

আজ রোববার থেকে গোপালগঞ্জে ডিলারের মাধ্যমে টিসিবি পন্য বিক্রি শুরু হয়েছে।প্রথম দিন সদর ও টুঙ্গিপাড়ার দুটি স্পটে ১হাজার ৭৯ জনের মধ্যে পারিবারিক কার্ডের ভিত্তিতে মালামাল বিক্রি করা হচ্ছে। আজ রোববার সকাল ১০ টায় সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের কাজির বাজার এলাকায় টিসিবি পন্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

৩৫ জন ডিলারের মাধ্যমে জেলার ৮৯ হাজার ১০৫জন উপকারভোগীর মধ্যে ন্যায্যমূল্যে এই পন্য বিক্রি করা হবে। টিসিবি-র পন্যের মধ্যে রয়েছে ১ম পর্যায়ে ২কেজি মশুর ডাল(কেজি ৬৫ টাকা),চিনি ২কেজি(৫৫টাকা)এবং সোয়াবিন তেল ২লিটার(লিটার ১১০ টাকা)।দ্বিতীয় কিস্তি দেয়া হবে ৩রা এপ্রিল।কেবলমাত্র ফ্যামিলি কার্ডের মাধ্যমেই টিসিবি পন্য ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে।

টিসিবি-র পন্য কিনতে আসা ঘোষেরচর গ্রামের আহাদ আলি শেখ ও কালাম সরদার জানান, বাজার থেকে কম মূল্যে টিসিবির মারামাল কিনতে পারছি এতে আমাদের অর্থ সাশ্রয় হচ্ছে। বাজার থেকে প্রায় অর্ধেক দামে কিনতে পেরে আমরা খুশি এবং সরকারকে ধন্যবাদ জানাই। সাথে সাথে এই কার্যক্রম অব্যাহত রাখারও দাবী জানান তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহিদা সুলতানা সাংবাদিকদেরকে জানান, জেলার ৮৯হাজার ১০৫জন নিম্নআয়ের লোকদের মাধ্যে পারিবারিক কার্ডের মাধ্যমে ন্যয্যমূল্যে টিসিবির পন্য বিক্রি সারা দেশের মতো গোপালগঞ্জেও উদ্বোধন করা হলো। ন্যায্য মূল্যের পন্য কিনতে পেরে নিম্ন আয়ের লোকেরা কিছুটা হলেও লাভবান বা উপকৃত হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।