টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি ও খাদ্যমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক।
আজ সোমবার বিকেলে তারা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।
পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, জাতীয় ৪ নেতা ও ১৯৭৫-এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।
এসময় বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, গোপালগঞ্জের জেলা প্রশাসক সাহিদা সুলতানা, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, গোপালগঞ্জে সভাপতি মোঃ লুৎফর রহমান মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খানসহ কৃষকলীগের নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।