টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আয়োজনে যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের ১ নং গেট চত্তরে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে হৃদয়ে পিতৃভুমি প্রতিপাদ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল এমপি,বিশেষ অতিথি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাজাহান খান এমপি বক্তব্য রাখেন।
এ সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
এছাড়া ও এ আলোচনা সভায যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুগ্ম সাধারন সম্পাদক শেখ ফজলে নাইম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান প্রমূখ বক্তব্য রাখেন।
এ সমাবেশে বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়,ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন সহ যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.