Nabadhara
ঢাকাবুধবার , ২৩ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুকে হত্যার পর বিচারের দাবীতে আমরা গর্জে উঠতে পারিনি-স্বরাষ্ট্রমন্ত্রী

MEHADI HASAN
মার্চ ২৩, ২০২২ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমরা মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর কাছে ক্ষমা চাচ্ছি। তাঁর মৃত্যুর পর আমরা গর্জে উঠতে পারিনি। যেমন তাঁর আহবানে ৭ মার্চে নিরস্ত্র বাঙালীরা গর্জে উঠেছিলাম। বঙ্গবন্ধুকে হত্যার পর অামরা সব কিছু হারিয়ে গিয়েছিলাম। স্তব্ধ হয়ে গিয়েছিলাম।নির্বাক হয়ে গিয়েছিলাম। আমাদের নিজেদের শরীরে চিমটি কেটে অনুভূতি নিতে চেষ্টা করেছিলাম, আমরা অাছি না মরে গেছি।

আজ মঙ্গলবার বিকেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় যুবলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর কাছে ক্ষমা চেয়ে মন্ত্রী বলেন, হে পিতা ক্ষমা করো আমাদের। তোমার মৃত্যুর পরে আমরা তোমার জন্য দাঁড়াতে পারিনি, হুংকার দিতে পারিনি, বলতে পানিনি অামরা তোমার হত্যার বিচার চাই। অপেক্ষা করতে হয়েছিলো অনেক দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার পর বাংলার মানুষ বুঝেছিলো বঙ্গবন্ধুর হত্যার বিচার পাবে। তিনিই বঙ্গবন্ধুর হত্যার বিচারটি করেছে।

মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু মাত্র সাড়ে বছরে ধ্বংসস্তপ থেকে আমাদের দাঁড়া করিয়েছিলেন। তাঁর নেতৃত্বে একের পর এক সফলতার দাঁড় উন্মোচিত হচ্ছিলো। ঠিক তখন একই গোষ্ঠি তাকে হত্যা করে।

প্রধান অতিথি আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ২০০৮ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলন বদলে দিবেন বাংলাদেশকে।যথার্থভাবেই তিনি বদলে দিয়েছেন বাংলাদেশকে।আমরা সেই দৃশ্যটাই দেখতে পাচ্ছি। সারা বাংলাদেশ আজ অালোকিত করেছেন। বাংলাদেশ আজকে তলাবিহিন ঝুরি থেকে সম্ভাবনাময় দেশ। আমাদের লক্ষ্য কিন্তু অনেক। ২০৪১ এ আমরা যে স্বপ্ন দেখছি উন্নত বাংলাদেশ, সেই জায়গায় আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ।

বিশেষ অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, হঠকারী রাজনীতি যারা করে, তারা সফল হয় না। বিএনপি জামায়াত হঠকারী রাজনীতি করেছে। তার খেসারত খালেদা জিয়াকে দিতে হচ্ছে। খালেদা জিয়ার দলের নেতারা বিভ্রান্তিকর কথা বার্তা বলছেন। যুবলীগকে তাদের মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করেছিলেন। তখন বিএনপি জামায়াত তাদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। সেই বিএনপি এখন শেখ হাসিনার সরকার উৎথাত করতে চায়।

তিনি আরো বলেন, রাজনীতির সূত্র না জানলে রাজনীতির হিসেব মিলবে না। খালেদা জিয়া রাজনীতির হিসেব জানেন না বলেই আজকে খালেদা জিয়া পেট্রোল বোমা  মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছিলো। কিন্তু বাংলার শ্রমিক জনতা কর্মচারী পেশাজীবী তা হতে দেয়নি।

তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, খালেদা জিয়া আপনি মনে করেছিলেন ডাক দিলে মানুষ নেয়া যাবে। যেই মানুষ পু‌ড়িয়ে পিটিয়ে মেরে আজকে কবরে শুয়ে রেখেছেন। এই বাংলার জনগন আপনার ডাকে আর সারা দেবে না। আপনার নেতারা আজকে উন্মাদের মতো কথা বলছেন। খালেদা জিয়া শেখ হাসিনার উন্নয়ন নিয়ে নানা কথা বলেছেন। পদ্মা ব্রীজ নির্মানের সময় তিনি বলেছিলেন এই পদ্মা সেতুতে কেউ উঠবেন না। জোড়া তালি দিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। ভেঙ্গে পড়বে। তার জ্ঞান দেখলে আমরা বিস্মিত হই। অবাক হই।

আলোচনা সভায় প্রধান অালোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি।

কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শাসম পরশের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মাইনুল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান  বক্তব্য রাখেন। পরে বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রমান্যচিত্র প্রদর্শন করা হয়।

এরআগে গোপালগঞ্জের অঅশপাশের ১০ থেকে বিপুল সংখ্যক নেতা কর্মি এ আলোচনা সভায় যোগ দেন।

গতকাল সোমবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধূ শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে পিছিয়ে পড়া এক হাজার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।