নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডিপ্লোমেটিক কোরের সদস্যরা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলমকে সঙ্গে নিয়ে দুপুরে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এর আগে ৪০ টি দেশের কূটনীতিক সহ ৬৫ জনের প্রতিনিধি দল টুঙ্গিপাড়ায় আসেন।
বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় আসেন বিদেশী কূটনীতিকগণ। দুপুরে জাতির পিতার প্রতি একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এরপর হয় বিশেষ দোয়া ও মোনাজাত। এসময় বিভিন্ন দেশের ৪০ জন কূটনীতিরসহ ৬৫ জনের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগে সভাপতি মন্ডলীর সদস্য ফারুক খান এমপিসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলমকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় আসেন বিদেশী অতিথিরা। জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ডিপ্লোমেটিক জোনের ভারপ্রাপ্ত ডীন মরক্কোর মাজিদ হালিম পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ স্বাক্ষর করেন। এরপর রাষ্ট্রদূতগণ বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ী ও লাইব্রেরী পরিদর্শন করেন। এছাড়া অতিথিবৃন্দ সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত লোকজ মেলা পরিদর্শন করেন। সেখানে বিদেশী অতিথিদের সম্মানে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.