প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ৪:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২২, ১০:৩৭ অপরাহ্ণ
কোটালীপাড়ায় বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে উন্নয়নশীল দেশে উত্তরণ সংক্রান্ত জাতীয় কমিটির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক, ইউপি চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাস, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, তুষার মধু, শিক্ষক হাবিবুর রহমান মুকুল বক্তব্য রাখেন।
প্রধান অতিথি পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমরা পেয়েছি বাংলাদেশ । আর তারই যোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জন্য আমরা একটি আধুনিক বাংলাদেশ পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশে প্রতিষ্ঠিত হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.