কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইভটিজিংয়ের অপরাধে আশিষ বাড়ৈ (১৬) নামে এক কিশোরকে দেড় বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গত বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন এ সাজা প্রদান করেন।
আশিষ বাড়ৈ উপজেলার ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও দক্ষিণ ধারাবাশাইল গ্রামের মিল্টন বাড়ৈর ছেলে।
ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার মল্লিক বলেন, গত বুধবার বিকেল ৩টার দিকে বিদ্যালয় চলাকালীন সময়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ৩ ছাত্রীকে ইভটিজিং করে। এ ঘটনার পরে আমরা আশিষকে বিদ্যালয়ের অফিস কক্ষে আটকে রেখে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ স্যারকে অবহিত করি। এরপর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন বিদ্যালয়ে পৌছে আশিষকে দেড় বছরের সাজা প্রদান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।