টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের ১ নং গেট চত্তরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রন্জন গুহ এর সভাপতিত্বে হৃদয়ে পিতৃভুমি প্রতিপাদ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য আব্দুর রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আযম এমপি,দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি,বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক সুভাষ সিংহ রায়, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ রাখেন।