নবধারা ডেস্কঃ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর সমাপনি অনুষ্ঠানে একটি ব্যতিক্রমধর্মী মেলার আয়োজন করা হয়েছে।যা মুজিব প্রেমিদের মধ্যে সাড়া ফেলেছে। প্রতিদিন মানুষ এ মেলা উপভোগ করেছেন। সেই সাথে দেশের ইতিহাস ও ঐতিহ্য জানতে পারছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টায় টুঙ্গিপাড়া উপজেলার শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত মেলা প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, টুঙ্গিপাড়ায় প্রথমবারের মত লোকজ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন জেলার ব্রান্ডিং পণ্য স্থান পেয়েছে। এমন মেলা দেখেতে পেয়ে দর্শনার্থীরা মুগ্ধ হয়েছেন। আগামীকাল ২৬ মার্চ এ মেলা শেষ হবে। শুধু গোপালগঞ্জ নয় আগামীতেও দেশের বিভিন্ন স্থানে এমন মেলা আয়োজন করার আশা প্রকাশ করেন তিনি।
এ সংবাদ সম্মেলনে জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এদিকে এ মেলা উপভোগ করতে মেলা প্রাঙ্গণে ভীড় করেন দর্শনার্থীরা। বিভিন্ন স্টল গুলো ঘুরে ঘুরে পণ্য কিনেন তারা। সেই সাথে উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.