জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ
গোপালগঞ্জে কেন্দ্রীয় মৎসজীবী সমিতির সভাপতির অনিয়ম ও দুর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে।
গোপালগঞ্জ মৎসচাষী সমিতির ব্যানারে ভুক্তভোগিরা এ মানববন্ধন করেন।
আজ রবিবার সকালে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।মানববন্ধনে মৎস্যচাষী সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিল।
মানববন্ধনের পর পৌর মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আশিকুর রহমান খান ছোটন সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলন করে অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন শীর্ষক সরকারী প্রকল্পের আওতায় চাকুরী ও সুবিধা পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে গোপালগঞ্জসহ আশেপাশের ১০টি জেলার ৪৯ টি উপজেলার বেকার যুবক, মৎস্যচাষী এবং মৎস্যজীবীদের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন তার কাছে চাকুরী ও টাকার কথা বললে তিনি কোনটাই না দিয়ে বিভিন্ন ছল চাতুরি করছেন। তারা জাহাঙ্গীর হোসেনের এই অপকর্মের বিচার ও সাধারণ মানুষের টাকা ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.