মেজবা রহমান;স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ক্লাস সশরীরে আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন।
রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি নবধারা কে বলেন, আগামী ৩১ মার্চ থেকে প্রথমবর্ষের ক্লাস সশরীরে শুরু হবে। এ দিন বিভাগগুলো স্ব স্ব তত্ত্বাবধানে ওরিয়েন্টেশন করবে। পরবর্তীতে মে মাসে কেন্দ্রীয় ভাবে ওরিয়েন্টেশন হবে। প্রসঙ্গত, বশেমুরবিপ্রবি ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নির্ধারিত নাম্বারের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।