মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে উৎসব মুখর পরিবেশে দারিয়ালা কাচনা কুশলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে পুরুষ সদস্য পদে ৬ জন এবং মহিলা সদস্য পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেণ। নির্বাচনে মোট ৪১৩ জন অভিভাবক সদস্যদের মধ্যে ৩৭৫ জন অভিভাবক সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেণ।
নির্বাচনে বিজয়ী হয়েছেন কামরুল খান (টিউবওয়েল প্রতীক) ২৮৬ ভোট পেয়ে ১য় স্থানে । ( মাছ প্রতীক) ২০৩ ভোট পেয়ে ২য় স্থানে । জমির শিকদার (ফুটবল প্রতীক) ১৮৬ ভোট পেয়ে ৩য় স্থানে । শিকদার আবুল বাশার (চেয়ার প্রতীক) ১৮৬ ভোটে পেয়ে ৪র্থ স্থানে । বাবলু শেখ (মোরগ প্রতীক ) ১৭৯ ভোট পেয়ে ৫ম স্থানে এবং কালু শেখ (তালা প্রতীক)১৭৪ ভোট পেয়ে ৬ষ্ঠ হয়েছেন।
এছাড়া মহিলা সদস্য পদে মোসাঃ শিউলী বেগম (মাইক) ২০৮ পেয়ে ১ম স্থানে রয়েছে। এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি ফাতেমা বেগম ( কলস প্রতীক) ১৫৫ভোট পেয়ে ২য় হয়েছেন।
মোল্লাহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা ও নির্বানের প্রিজাইডিং কর্মকর্তা মোসাঃ কামরুননেছা নির্বাচনের এফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন দারিয়ালা কাচনা কুশলা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শিকদার মারুফুজ্জামান রনি, প্রধান শিক্ষক মোল্লা জমির হোসেনসহ সাংবাদিক, শিক্ষকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.