নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুর জেলা শহরে স্কুলশিক্ষিকার বাসা থেকে স্বপ্না (১১) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকেলে মাহমুদা আক্তার মেরি নামে ওই স্কুলশিক্ষিকার বাড়ির রান্না ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্বপ্না সদর উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের মেয়ে। ৪ বছর ধরে স্বপ্না ওই স্কুলশিক্ষিকার বাসায় গৃহপরিচারিকার কাজ করছিল বলে জানা যায়।
দুই মাস আগে স্কুলশিক্ষিকার বাড়ি ছেড়ে রাগ করে স্বপ্না তার গ্রামের বাড়ি দূর্গাপুরে চলে গিয়েছিল বলে জানান নিহত স্বপ্নার চাচা হাবিবুর রহমান।
এরপর আবারও ওই স্কুলশিক্ষিকার অনুরোধে পুনরায় তাকে ওই বাড়িতে পাঠানো হয়।
কিন্তু রবিবার দুপুরে ওই শিক্ষিকার ঘরের রান্না ঘরের সিলিং এর সাথে ঝুলন্ত অবস্থায় স্বপ্নার লাশ উদ্ধার করা হয়। তবে গৃহকর্মীর স্বজনদের দাবি তাকে হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃনূরুল ইসলাম বাদল নবধারাকে জানান, “প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে মনে হলেও মৃতদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মেয়েটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
নবধারা/বিএস