জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ
ডিবিএল সিরামিকসের “গোপালগঞ্জ টাইলস হাউজ” নামক একটি আউটলেট উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৩০ মার্চ) দুপুরে গোপালগঞ্জ বঙ্গবন্ধু সড়কের পুরাতন লঞ্চঘাট এলাকায় অবস্হিত গোপালগঞ্জ টাইলস হাউজটি উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে ডিবিএল সিরামিকের গুনগত মাননিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ডিবিএল সিরামিকসের মহাব্যবস্হাপক মোহাম্মদ বায়েজিদ বাশার, হেড অব সেলস এম আবু হাসিব রন, গোপালগঞ্জ টাইলস হাউজ এর প্রোপাটার মোঃ শফিকুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন । এ সময় ডিবিএল সিরামিকসের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন । এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারি, ঠিকাদার সহ টাইলস্ মিস্ত্রীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আউটলেটটিতে গোপালগঞ্জের ক্রেতারা, সিরামিক টাইলসের একটি বৈচিত্রময় বিন্যাস দেখতে পাবেন। যার মধ্যে রয়েছে পোলিশ, পার্সেলিন, ওয়াল টাইলস, ডেকোর টাইলস এবং ডিবিএল সিরামিকসের সমস্ত এক্সক্লুসিভ রেঞ্জের টাইলস। এসবগুলি গোপালগঞ্জ টাইলস হাউজে পাওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.