কোটালীপাড়া প্রতিনিধিঃ
জ্বালানো হয়নি মোমবাতি, কাটা হয়নি কেক, ছিলোনা জমকালো কোন আয়োজন। কোন প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই নিজ জন্মদিনে সারাটা দিনই এতিম ও দুস্থ শিশুদের নিয়ে কাটিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা যুবলীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরা।
আজ বৃহস্পতিবার ছিলো বুলবুল আহম্মেদ হাজরার জন্মদিন। এ উপলক্ষে তিনি উপজেলার দেবগ্রাম আশ্রায়ণ প্রকল্পের দুস্থ শিশু ও ছোট দক্ষিণপাড়া মাদ্রাসা এবং এতিম খানার এতিম শিশুদের মাঝে উন্নত খাবার বিতরণ করেন।
এ সময় যুবলীগ নেতা বাদশা মাহমুদসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী তার সাথে ছিলেন।
যুবলীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরা নবধারা কে বলেন, আমি আমার জন্মদিনটা একটু আলাদা ভাবে কাটানোর চেষ্টা করেছি। এ জন্য আমি উপজেলার দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পের শিশুদের সাথে অনেকটা সময় কাটিয়েছি। এদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশু বেলার গল্প শুনিয়েছি। এরপর তাদের মাঝে উন্নত খাবার বিতরণ করেছি। এছাড়াও ছোট দক্ষিণপাড়া মাদ্রাসা ও এতিম খানার শিশুদের মাঝে উন্নত খাবার বিতরণ করেছি। সৃষ্টিকর্তা যদি আমাকে বঁাচিয়ে রাখেন তাহলে আগামীতেও আমি সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আমার জন্মদিন পালন করবো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।