Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩১ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নবীনদের পদচারণায় মুখরিত বশেমুরবিপ্রবি ক্যাম্পাস

MEHADI HASAN
মার্চ ৩১, ২০২২ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

মেজবা রহমান;স্টাফ রিপোর্টারঃ

নতুনদের আগমনে মুখরিত হয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাস। নবীনদের স্বাগত জানাতে নতুন সাজে সজ্জিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো। তাদের সবার একটিই উদ্দেশ্য ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের নবীনদের বরণ করে নেওয়া।

এবার নবীনদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেন্দ্রীয়ভাবে বরণ করার কথা থাকলেও পরবর্তীতে সেটা বাতিল করা হয়৷ তাই প্রত্যেক বিভাগ আলাদা আলাদাভাবে ওরিয়েন্টেশন ক্লাসে তাদের নবীনদের বরণ করে নিচ্ছেন৷ এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোরাদ হোসেন বলেন, “৩১ মার্চ থেকে প্রথমবর্ষের ক্লাস শুরু হবে। এ দিন বিভাগগুলো স্ব-স্ব তত্ত্বাবধানে ওরিয়েন্টেশন করবে। পরবর্তীতে মে মাসে কেন্দ্রীয়ভাবে ওরিয়েন্টেশন হবে।” অপরদিকে, নবীন শিক্ষার্থীরাও তাদের প্রিয় ক্যাম্পাসে আসতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছে। ক্যাম্পাসের সেই আড্ডাস্থলগুলোতে পুরাতনদের পাশাপাশি যোগ হয়েছে নতুন নতুন মুখ, যাদের মুখে দেখা যাচ্ছে সাফল্যের মিষ্টি হাসি। ক্যাম্পাসের প্রতিটি স্থানে আনন্দ-উল্লাসের মাধ্যমে সময় পার করছে সেই নতুন মুখগুলো। দেখে মনে হয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে তারা এই ক্যাম্পাসে এসেছে এবং স্বস্থির নিশ্বাস ফেলছে। তাদের অনেকে প্রকাশ করেছে তাদের কিছু অনুভূতি।

এব্যাপারে পরিসংখ্যান বিভাগের নবীন শিক্ষার্থী কামরুল ইসলাম জানান, “বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের চমৎকার অনুভূতির কথা কখনোই ভোলার নয়। স্কুল, কলেজের দিনগুলো কাটিয়ে প্রবেশ করলাম বহু প্রতিক্ষিত বিশ্ববিদ্যালয়ে জীবনে। ডিপার্টমেন্ট থেকে কক্ষ নম্বর জেনে নিলাম। ইতোমধ্যে ক্লাসমেটদের সাথে পরিচয় হয়ে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল। বিভাগের শিক্ষক-শিক্ষিকা সবার সাথে পরিচিত হয়ে আমি অনেক উচ্ছ্বসিত।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।