শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা হাইস্কুল ও কলেজ চৌরাস্তার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকাল দশটা থেকে একটি সাধারণ সস্পাদকের পদের জন্য দুপুর ১টা পর্যন্ত বিরতীহীন ভাবে চৌরাস্তা বণিক সমিতির অফিস কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
দুপুর দুইটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার ইতনা হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ অনিন্দ্য কুমার সরকার । এ নির্বাচনে সভাপতি পদে মোঃ আলমগীর হোসেন আগেই বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়। সাধারণ সস্পাদক পদে নির্বাচনে সিকদার সাইফুল ইসলাম (আম প্রতিকে) ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বদ্বী শ.ম. কামাল হোসেন রিন্টু (মাছ প্রতিক) ৪৭ ভোট পেয়েছেন। ইতনা চৌরাস্তা বণিক সমিতির নির্বাচনে ১১৮ জন ভোটারের মধ্যে ১১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১টি ভোট দুইজন সাধারণ সস্পাদক প্রার্থীর প্রতিকে সিল মারার কারনে বাতিল হয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.