কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ
কচুয়ায় আধুনিক ডিজাইনের নান্দনিক এক গম্বুজ বিশিষ্ঠ পদ্মনগর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান আজ দুপুর ১টায় পদ্মনগর কেন্দ্রীয় জামে মসজিদেই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাইখুল হাদীজ ও প্রধান মুফতি.জামিয়া রাহমানিয়া আরাবিয়া,ঢাকা পীরে কামেল আল্লামা মুফতি মনসুরুল হক দ.ব.।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাহেদে আজম আল্লামা শামচুল হক ফরিদপুরী ছদর ছাহেব রহ. এর পোতা মুফতি উসামা আমীন, প্রতিষ্ঠাতা ,খাদেমুল ইসলাম পদ্মনগর মাদরাসা ও এতিমখানা এবং পদ্মনগর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্জ সরদার বজলুর রহমান,বিশিষ্ঠ সমাজ সেবক ও বিশিষ্ঠ ব্যবসায়ী সরদার জাহিদুল ইসলাম,মুহতামিম, খাদেমুল ইসলাম পদ্মনগর মাদরাসা ও এতিমখানা সরদার ইমরান হোসেন।এলাকার মানুষের দীর্ঘদিনের আশা একটি আধুনিক মসজিদ নির্মান করে নামাজ পড়া। তাই এলাকার ছেলে হিসেবে বিশিষ্ঠ ব্যবসায়ী সরদার জাহিদুল ইসলাম এলাকার মানুষের এই আধুনিক মসজিদটি নির্মান করে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.