টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর৷
আজ শনিবার দুপুরে তিনি সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় মাগুরা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, মাগুরা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাকি ইমাম, সম্পাদক সম্পাদক মকবুল হাসান , জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, গোপালগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী অমিত মিত্র সহ মাগুরা জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।