Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ভেজাল মসলা তৈরির কারখানা সন্ধান, মালিকের কারাদণ্ড

MEHADI HASAN
এপ্রিল ৫, ২০২২ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:

গোপালগঞ্জ জেলা শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ভেজাল মসলার গূঁড়া তৈরীর অপরাধে এক কারখানার মালিককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

এদিকে, কোটালীপাড়ায় অভিযান চালিয়ে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ৭ হাজার জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

আজ মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ কারাদন্ড ও জরিমানার আদেশ দেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান জানান, জেলা শহরের নতুন বাজার এলাকায় একটি কারখানায় ভেজাল মসলার গুঁড়া তৈরী করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

 

এসময় মসলা তৈরীর কারখানা থেকে ভেজাল মসলার গুঁড়া, পটেটো চিপস, চাউল, আটা ও ময়দার গুঁড়া এবং বিভিন্ন কেমিক্যাল জব্দ করা হয়। পরে কারখানার মালিক মাসুদ তালুকদাকে(৩৮) এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।

 

অপরদিকে, সহকারী পরিচালক শামীম হাসান জানান, মঙ্গলবার দুপুরে জেলার কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে অভিযান চালানো হয়। এসময় মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

 

তিনি আরো বলেন, তরমুজসহ বিভিন্ন ফলের দোকানে বিক্রিতে অনিয়ম তদারকি করে তরমুজসহ ফল ক্রয়ে ভোক্তা সাধারণকে যৌক্তিক মূল্যে বিক্রি করার ব্যবস্থা গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।